Home কলকাতা গ্রাহকদের সাবধান করল এস বি আই

গ্রাহকদের সাবধান করল এস বি আই

by banganews

বঙ্গ নিউস, ১০ নভেম্বর, ২০২০ঃ ভুলেও এই কাজ করবেন না, এই মর্মে দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গ্রাহকদের সাবধান করা হয়েছে। তারা যেন সোশ্যাল মিডিয়ায় কোন ধরনের ফেক মেসেজের চক্করে না পড়েন।

প্রতারকরা সোশ্যাল মিডিয়ায় ফেক মেসেজ পাঠাচ্ছে গ্রাহকদেরকে ঠকানোর জন্য। ব্যাংকের তরফে টুইটারে পোস্ট করে সাবধান করা হয়েছে৷ সেখানে বলা হয়েছে

আরও পড়ুন কাল থেকে লোকাল, ভিড় নিয়ন্ত্রণ নিয়ে রেল-রাজ্য তরজা

• ভুলেও ফেক মেসেজ এ ক্লিক করবেন না।
• নিজের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস শেয়ার করবেন না। তাহলেই একেবারে খালি হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত টাকা।
• এটিএম কার্ড পিন নম্বর
• একাউন্ট নম্বর
• ওটিপি
কারও সঙ্গে শেয়ার করবেন না। এর আগেও স্টেট ব্যাংকের নামে ভুয়ো ওয়েবসাইট নিয়ে গ্রাহকদের সাবধান করা হয়েছিল। গ্রাহকদের টাকা সুরক্ষিত রাখার জন্যই এস বি আই এর তরফে মাঝে মাঝেই সাবধান করা হয়৷
ব্যালেন্স জানার জন্য ব্যাংকে রেজিস্টার মোবাইল নম্বর থেকে টোল ফ্রি নাম্বার 922 37 66666 মিসকল দিতে হবে।

You may also like

Leave a Reply!