Home কলকাতা বন্ধ থাকছে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা, জেনে নিন দিনক্ষণ

বন্ধ থাকছে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা, জেনে নিন দিনক্ষণ

by banganews

কমিশনার রেলওয়ে সেফটির পরীক্ষা-নিরীক্ষার জন্য তিন দিন বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। জানা গিয়েছে, আগামী ১৫ থেকে ১৭ মার্চ পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হবে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা। আগামী ১৮ মার্চ থেকে ফের শুরু হবে যাত্রী পরিষেবা।

ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত চলে এই ট্রেন। ফুলবাগানের পরের স্টেশনই শিয়ালদহ। ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রোর কাজ প্রায় শেষের পথে। যাত্রী পরিষেবা শুরুর আগে ফাইনাল ভিজিট কমিশনার অফ রেলওয়ে সেফটির। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, আগামী মঙ্গলবার কমিশনার অফ রেলওয়ে সেফটির ভিজিট।

‘রাজস্থান আসল পুরুষের রাজ্য তাই ধর্ষণে ১ নম্বর’, বিধানসভা দাঁড়িয়ে বললেন কংগ্রেসের মন্ত্রী

ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চালুর জন্য ওই দিন বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করবেন তিনি। ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত পথ যাত্রীদের জন্য কতটা নিরাপদ তাও খতিয়ে দেখা হবে। এছাড়াও সফটওয়্যার আপগ্রেডেশন-সহ নিরাপত্তাজনিত বেশ কয়েকটি কাজ চলবে ওই তিন দিনে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী এপ্রিল মাস থেকেই চালু হবে শিয়ালদহ অবধি মেট্রোর নতুন পথচলা।

You may also like

Leave a Reply!