Home বিনোদন পণ্ডিত তন্ময় বসুর নির্দেশনা ও তত্ত্বাবধানে ৪ নভেম্বর শুক্রবার দেশজ-এ অনুষ্ঠিত হলো “জলসা”

পণ্ডিত তন্ময় বসুর নির্দেশনা ও তত্ত্বাবধানে ৪ নভেম্বর শুক্রবার দেশজ-এ অনুষ্ঠিত হলো “জলসা”

by banganews

তবলা.ইন্ক-এর “জলসা”

তবলা.ইন্ক-এর উদ্যোগে, পণ্ডিত তন্ময় বসুর নির্দেশনা ও তত্ত্বাবধানে ৪ নভেম্বর, শুক্রবার দেশজ-এ অনুষ্ঠিত হলো “জলসা”। অনুষ্ঠানের প্রথম পর্বে পণ্ডিত তন্ময় বসুর আট ছাত্র, সজল দাসের হারমোনিয়াম সহযোগে তবলা লাহারা উপস্থাপনা করে তিন তালে। অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে ছিল পিউ মুখার্জীর শাস্ত্রীয় সঙ্গীত। পিউয়ের সাঠে তবলায় সঙ্গত করেন সৌম্যাদীপ দাস ও হারমোনিয়ামে ছিলেন শ্রী প্রদীপ পালিত। তার কণ্ঠে রাগ যোগ, বন্দিশি ঠুমরী, টপ্পা, দাদরা ও শেষে জোছনা করেছে আরি শুনে দর্শক শ্রোতারা মুগ্ধ হয়েছেন।


এমন অনুষ্ঠান আরো হওয়ার অনুরোধও জানিয়েছেন তারা। দেশজের দুই কর্ণধার, সোনালী চক্রবর্তী ও গোপাল চক্রবর্তী এমন একটা অনুষ্ঠানের অংশ হতে পারে আনন্দিত। এমন একটা অনুষ্ঠানের ভাবনা ও নানা দিক সবার সামনে তুলে ধরেন অঙ্গীরা চক্রবর্তী দাশগুপ্ত। এমন এক সন্ধ্যায় পণ্ডিতজির উপস্থিতি অনুপ্রাণিত হয় সবাই। দর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী স্নিগ্ধদেব সেনগুপ্ত ও বিশিষ্ট তাবালিয়া শ্রী জ্যোতির্ময় রয় চৌধুরী। তবলা.ইন্ক-এর কর্ণধার শ্রীমতী বন্যা বোস জানিয়েছেন ভারতীয় শিল্প ও সংস্কৃতির চর্চা ও প্রসারের লক্ষ্যে, তাঁরা এমন অনুষ্ঠান আরো করার কথা ভেবেছেন।

You may also like

Leave a Reply!