Home বিনোদন অভিষেকের মৃত্যুর পর এই প্রথমবার মুখ খুললেন স্ত্রী সংযুক্তা

অভিষেকের মৃত্যুর পর এই প্রথমবার মুখ খুললেন স্ত্রী সংযুক্তা

by banganews

গত বৃহস্পতিবার সবাইকে কাঁদিয়ে বিদায় নিয়েছেন টলিউডের হার্টথ্রব অভিনেতা অভিষেক চ্যাটার্জী। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি। রপরই গুঞ্জন ছড়ায় যে অভিষেকের মৃত্যুর পর আর্থিকভাবে বিপর্যস্ত গোটা পরিবার। অর্থকষ্টে ভুগছেন তারকার স্ত্রী ও কন্যা। এমনকি অভিষেকে ইন্ডাস্ট্রির বন্ধুরা এগিয়ে এসেছে তাঁদের সাহায্য করতে। এবার এই ঘটনায় মুখ খুললেন তাঁর স্ত্রী সংযুক্তা। সংযুক্তা লেখেন,’আমি সংযুক্তা, অভিষেকের স্ত্রী। আমি সবাইকে অনুরোধ করছি যে এই দুঃসময়ে আমি আর আমার মেয়ে সাইনাকে আপনারা একটু আমাদের ব্যক্তিগত স্পেস দিন। পাশাপাশি আমি সবাইকে অনুরেধ করছি যে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের গুজব ছড়াচ্ছে, তা থেকে দূরে থাকুন। অভিষেক আমাদের ছেড়ে চলে গেছে।

অস্কারের ‘ইন মেমোরিয়ম’ বিভাগে শ্রদ্ধা জানানো হল না লতা মঙ্গেশকরকে, ক্ষোভে উত্তাল নেটিজেনরা

তাঁর পরিবার যথেষ্ট আর্থিকভাবে স্বচ্ছল। অভিষেকের কাছে ওঁর পরিবারই সব ছিল, ওঁর অবর্তমানে যাতে আমরা ভালো থাকি সব ব্যবস্থাই করে গেছে। অভিষেকের চরম নীতিবোধ ছিল। ওঁ কোনওদিন কারোর কাছ থেকে কোনও সাহায্য নেয়নি। এই সময় ওঁর ঐ মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রাখা উচিত।’

You may also like

Leave a Reply!