Home বঙ্গ ফেলে আসা কৈশোর এবার বেপরোয়া গানে

ফেলে আসা কৈশোর এবার বেপরোয়া গানে

by banganews

শৈশব তার চেহারা বদলেছে। সময়ের সঙ্গে পালটেছে শৈশবের দিনগুলো। তবু ফেলে আসা শৈশব কিংবা কৈশোরের দিনগুলো আজও মনকে নাড়া দেয়। হাজারো ব্যস্ততার ফাঁকে, কোনও একান্ত অবসরে মন চলে যায় সেই ফেলে আসা কৈশোরের দিনগুলোয়। ভিড় করে আসে স্মৃতিরা। ছবির মতো ভেসে ওঠে কিছু স্মৃতি, কিছু মুহূর্ত।

বেপরোয়া গান, তেমনই এক গান। শুভজিৎ লাহিড়ীর এই গানে রয়েছে ফেলে আসা সেই কৈশোরের দিনগুলোর কথা। ক্লাসরুম, কোচিং, প্রথম চাহনি, প্রথম হাসি, প্রথম কথা। কৈশোর প্রেমের প্রথম পরশ। হঠাৎ এমন গান কেন, এর উত্তরে শুভজিৎ জানান, মফস্বলে বড় হয়ে ওঠা জীবনে, সেই ফেলে আসা কৈশোর বরাবরই তাঁকে নাড়া দিতো। মনে করাতো সেই দিনগুলোকে। পেশায় ইঞ্জিনিয়ার শুভজিৎ সেই মনে পড়া কথাগুলোকেই বসালেন একদিন লেখায়। গিটার হাতে সুর বাঁধলেন কথায়। হয়ে উঠল বেপরোয়া গান!

সম্প্রতি সোপ্রাণো মিউজিক থেকে রিলিজ হয়েছে তাঁর এই গানের মিউজিক ভিডিও। এই প্রজন্মের শ্রোতাদের মন ছুঁয়েছে শুভজিৎ-এর বেপরোয়া গান।

You may also like

Leave a Reply!