Home দেশ নারীদিবসে নারীর বহুমুখী প্রতিভাকে সম্মান Google Doodle এর

নারীদিবসে নারীর বহুমুখী প্রতিভাকে সম্মান Google Doodle এর

by banganews

আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে নারীদিবস। আর সেই উপলক্ষ্যেই নতুন রূপে সেজে উঠেছে গুগল ডুডল। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে নারীদের সম্মান দিচ্ছে ডুডল। গুগলে ঢুকলেই দেখা যাচ্ছে একটি ভিডিও। যেখানে কখনও মায়ের ভূমিকায় তো কখনও ল্যাবে গবেষকের ভূমিকায় ধরা দিয়েছে মেয়েরা। নারীরা পারেন না, এমন কোনও কাজ নেই এ সমাজে। ওয়াইল্ড লাইভ ফটোগ্রাফি থেকে, ডাক্তারি- প্রতিক্ষেত্রেই তিনি অনন্যা। সেই বার্তাই যেন দিচ্ছে গুগলের ডুডল। ইলাস্ট্রেশনটি তৈরি করেছেন থোকা মিয়ার।

 

মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রীর

গুগল ডুডলে লেখা হয়েছে, “আজ আন্তর্জাতিক নারীদিবস। এই বিশেষ দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা ভাষাভাষির নারীদের দৈনন্দিন জীবনযাত্রা, কাজ ও সংস্কৃতি তুলে ধরেছে ডুডল। একজন মা থেকে মোটরসাইকেল সারাইকর্মীর ভূমিকাতেও অবতীর্ণ তিনি। কীভাবে পরিবার সামলেও তাঁরা বহির্বিশ্বে অপরিহার্য হয়ে ওঠেন, এই ইলাস্ট্রেশন সে কাহিনিই ব্যক্ত করে।” তবে এই প্রথম নয়, এর আগেও নানা উৎসব কিংবা ঐতিহাসিক দিনে সেজে উঠেছে ডুডল।

You may also like

Leave a Reply!