Home খেলা সিএসকের নেতৃত্ব ছাড়লেন ধোনি, জেনে নিন নয়া ক্যাপ্টেনের নাম

সিএসকের নেতৃত্ব ছাড়লেন ধোনি, জেনে নিন নয়া ক্যাপ্টেনের নাম

by banganews

আইপিএল শুরুর আগেই নেতৃত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি। সিএসকে অধিনায়ক হিসেবে এবার দেখা যাবে রবীন্দ্র জাদেজাকে। প্রেস রিলিজ করে সিএসকে ম্যানেজমেন্ট জানিয়েছে, “ধোনি সিএসকে দলের জার্সিতেই খেলতে নামবেন কিন্তু এমএস ধোনি নেতৃত্বের দায়িত্ব হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন। রবীন্দ্র জাদেজাকে নিজের উত্তরসূরি বেছে নিয়েছেন ধোনি। ২০১২ থেকে সিএসকে স্কোয়াডের অংশ জাদেজা। ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ক্রিকেটার হিসেবে নেতৃত্বের দায়িত্ব পেলেন। এই মরশুম এবং আগামীতে ধোনি সিএসকের হয়ে খেলতে নামবেন।” ধোনির নেতৃত্ব ছাড়ায় কার্যত পরিষ্কার যে আসন্ন টুর্নামেন্টই হয়ত ধোনির কেরিয়ারের শেষ আইপিএল হতে চলেছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন আগেই, খেলেন কেবলমাত্র আইপিএলেই। সেই বাইশ গজেও সম্ভবত আগামী মরশুম থেকে আর দেখা যাবে না তাঁকে।

 

বিশ্বের সবথেকে দূষিত ভারতের দিল্লি, তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশের ঢাকা

প্রসঙ্গত, একদিন আগেই বিশ্বের সেরা টেস্ট অলরাউন্ডারের স্বীকৃতি পেয়েছেন জাদেজা। মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট এবং ১৭৫ করে সেরার তকমা ছিনিয়ে নেওয়ার মধ্যেই বিরাট সুখবর পেলেন জাদেজা। সিএসকের জার্সিতে বরাবর ধারাবাহিক পারফর্মার জাদেজা। ব্যাটে হোক বলে বা ফিল্ডিংয়ে, জাদেজা সবসময় প্রয়োজনের মুহূর্তে জ্বলে উঠেছেন। আইপিএল নিলামের আগে সিএসকে ধোনি ছাড়াও জাদেজা, মঈন আলি এবং রুতুরাজ গায়কোয়াডকে রিটেন করেছিল। একনম্বর রিটেনশন হিসাবে জাদেজাকে রাখাটা ভবিষ্যৎ নেতৃত্বের ইঙ্গিতবাহী ছিল, এমনটাই মনে করছে ক্রিকেট মহল।

You may also like

Leave a Reply!