Home গল্পের মতইতিহাস বিশ্বের সবচেয়ে মূল্যবান কয়েন! দাম শুনলে চমকে যাবেন

বিশ্বের সবচেয়ে মূল্যবান কয়েন! দাম শুনলে চমকে যাবেন

by banganews

প্রাচীন মুদ্রা অনেকেই শখে সংগ্রহ করেন। আর সেই কয়েন পরে বিক্রি করে রোজগার হতে পারে হাজার, লক্ষ, কখনও কখনও কোটি টাকাও। শুনতে অবাক লাগলেও, এটাই সত্যি!

জানা গিয়েছে, ১৯৩৩ মার্কিন ডবল ঈগল গোল্ড কয়েন হল বিশ্বের সবচেয়ে মূল্যবান কয়েন। নিলামে এই কয়েনটি বিক্রি হয়েছে ১৮.৯ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় ১৪৪ কোটি ১৭ লক্ষ ৯৫ হাজার, ৯৫০ টাকায়। গত বছর নিউইয়র্কে এই বিপুল মূল্যে নিলাম হয় কয়েনটি। উল্লেখ্য, ১৯৩৩ মার্কিন ডবল ঈগল গোল্ড কয়েন হল আমেরিকায় তৈরি হওয়া শেষ সোনার কয়েন।

পাঁচ বছরে ভারতে ৪২ বিলিয়ন ডলার বিনিয়োগ! ঘোষণা করতে পারেন জাপানের প্রধানমন্ত্রী

যা সাধারণ মানুষের ব্যবহারের জন্য তৈরি হয়েছিল। এরপর থেকে আর সাধারণ মানুষের ব্যবহারের জন্য সোনার কয়েন মার্কিনমুলুকে প্রস্তুত করা হত না। তা বন্ধ করার নির্দেশ দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট। প্রসঙ্গত, গত বছরের আগে ২০০২ সালে ৭.৬ মিলিয়ন মার্কিন ডলারে ১৯৩৩ মার্কিন ডবল ঈগল গোল্ড কয়েনটি বিক্রি হয়।

You may also like

Leave a Reply!