Home বঙ্গ বিধানসভা কান্ডে চলতি বছর কোনও অধিবেশনে অংশ নিতে পারবেন না শুভেন্দু-সহ ৫ বিজেপি বিধায়ক

বিধানসভা কান্ডে চলতি বছর কোনও অধিবেশনে অংশ নিতে পারবেন না শুভেন্দু-সহ ৫ বিজেপি বিধায়ক

by banganews

নজিরবিহীন ঘটনা রাজ্য বিধানসভায়। বগটুই কাণ্ডে মারামারি বিধানসভায়। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন বিধায়ক। ভাঙা হয়েছে চেয়ার, লাইট। ১৬ থেকে ১৭ জন আহত হয়েছেন। তাঁরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। নাক ফেটে এসএসকেএমে চিকিৎসাধীন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। শুভেন্দু অধিকারী-সহ ৫ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে চলতি অধিবেশনের জন্য। তবে তাঁদের বিরুদ্ধে যে কঠোর পদক্ষেপ করেছেন স্পিকার, তাতে আগামী বছর পর্যন্ত কোনও অধিবেশনে অংশ নিতে পারবেন না তাঁরা।

নজিরবিহীন অশান্তির ঘটনায় বিরোধী দলনেতা-সহ যে ৫ বিজেপি বিধায়ক সাসপেন্ডেড হয়েছেন, সেই তালিকায় রয়েছেন মনোজ টিগ্গা, নরহরি মাহাতো, শংকর ঘোষ, দীপক বর্মণ। যতদিন বিধানসভার এই অধিবেশন চলছে অর্থাৎ বিধানসভার এই অধিবেশন যতদিন ‘প্রোরোগ’ বা স্থগিত করা না হচ্ছে, ততদিন পর্যন্ত সাসপেন্ডেড থাকবেন তাঁরা। কোনও অধিবেশনে অংশ নিতে পারবেন না। স্পিকারের এই শাস্তি ঘোষণার সাংবিধানিক ব্যাখ্যা, চলতি অর্থবর্ষে কোনও অধিবেশনেই থাকতে পারবেন না শুভেন্দু ও এই চার বিজেপি বিধায়ক।

বিষয়টি নিয়ে ব্যাপক শোরগোল রাজ্যের রাজনৈতিক মহলে। ফিরহাদ হাকিমের দাবি, ”আরও অনেক বিরোধী দলনেতাকে আমরা দেখেছি। কিন্তু এরকম অরাজকতা সৃষ্টিকারী বিরোধী দলনেতা দেখিনি।”

 

বিশ্ববাংলা লোগো বিতর্কে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ”যে ঘটনা ঘটল, তা অনভিপ্রেত। বিধানসভার নিয়মকানুন নিয়ে পড়াশোনা করেন না। বিধানসভার গুরুত্ব তাঁরা বোঝেন না।” তিনি আরও জানান, ”বিধানসভার সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে, তার তালিকা তৈরি করা হবে। কীভাবে ক্ষতিপূরণ আদায় করা যায়, সেটা আমরা দেখব।” বিজেপির পালটা দাবি, বিধানসভায় এই অশান্তি তৃণমূলেরই পরিকল্পনা।

You may also like

Leave a Reply!