
মন কেমনের ভক্তিগীতি, রজনীকান্তের গানে মন মজালেন সুমন
গঙ্গার পাড়। মৃদু বাতাসে গাছের পাতা দুলে উঠছে। সেখান থেকে পুরাতনের গন্ধমাখা কোনও এক ঠাকুর দালান। সাজিয়ে রাখা পুজোর নৈবেদ্য। এসবের অনুষঙ্গে গাইছেন শিল্পী। আত্মমগ্ন। শ্যামাসঙ্গীত, রজনীকান্ত সেনের, আমি সকল কাজের পাই হে সময়…। চিত্রভাষে আর শিল্পী সুমন ভট্টাচার্যের দরদী কণ্ঠে এই গান আক্ষরিকই ভক্তিগীতির সার্থকতা পেয়েছে। শিল্পীর ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত এই গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মনকে নাড়া দিয়েছে।
পেশায় প্রাণীবিদ্যার অধ্যাপক সুমন, গানকে ধরে রেখেছেন পরম ভালোবাসায়। বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অভিরূপ গুহঠাকুরতার কাছে রবীন্দ্রগানের তালিম। রবীন্দ্রনাথের গানেই বেশির ভাগ শ্রোতাদের কাছে আসা। সেইসঙ্গে পুরনো দিনের গানও নিজের গলায় আনতে ভালোবাসেন শিল্পী। তা থেকেই পঞ্চকবির আর এক কবি, রজনীকান্ত সেনের এই গান তাঁর উপস্থাপনায় এনেছেন সুমন। আগামীতেও রবীন্দ্রনাথ আর পুরাতনীতেই নিজের গানের ভুবন ভরিয়ে রাখতে চান শিল্পী, জানালেন সেকথাই।