২০২১ এর শেষের দিকে করোনার তৃতীয় ঢেউ আসবে এমন আশঙ্কা করছেন দেশের চিকিৎসকরা। নভেম্বরের মাঝামাঝি সময়ে করোনা সংক্রমণ এর গ্রাফ কিছুটা স্বস্তি দিলেও বিগত এক মাস সারা বাংলা জুড়ে একাধিক উৎসব অনুষ্ঠান হয়েছে। এবং এই উৎসব অনুষ্ঠানে মানুষজনের জমায়েত হয়েছে।
তাই সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
এই বিষয় মাথায় রেখেই আসন্ন বড়দিন এবং ইংরাজি নববর্ষ উদযাপনকে ঘিরে বিশেষ নির্দেশিকা জারি করল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে বলা হয়েছে, আগামী ২৫ শে ডিসেম্বর থেকে ১১ জানুয়ারি রাস্তায় ভিড় করা যাবে না। কোনরকম জমায়েত করা যাবে না।
উৎসবের মরসুমে ভালোবাসায় মেতে উঠুন,শুভ্রা পালের “ম্যায় হির ভে”র সঙ্গে
প্রশাসনকে এ বিষয়ে কড়া নজর রাখতে বলা হয়েছে। সেই সঙ্গে পরিবেশ দূষণের কথা মাথায় রেখে বাজি পোড়ানোর সময়সীমা ধার্য করে দিয়েছে হাইকোর্ট। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বড়দিন এবং বর্ষবরণের রাতে ১১ টা ৫৫ মিনিট থেকে রাত ১২ টা 30 মিনিট পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে বাজি পোড়ানো যাবে বলে জানিয়েছে ।