Home বঙ্গ জল পরীক্ষায় দেশে প্রথম বাংলা

জল পরীক্ষায় দেশে প্রথম বাংলা

by banganews

বাড়ি বাড়ি নলবাহিত পরিস্রুত পানীয় জল সংযোগে দেশের শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ (West Bengal)। এবার এরই সঙ্গে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার পাশাপাশি সেই জলের গুণগত মান পরীক্ষার জন্য দেশের মধ্যে সর্বাধিক সংখ্যক পরীক্ষাগারও তৈরি হল বাংলায় (West Bengal)।

‘গ্রেট ইন্ডিয়ান লুট’, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে সরব মুখ্যমন্ত্রী

এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ২২০টি জল পরীক্ষাগার স্থাপিত হয়েছে, যা সারা দেশের মধ্যে সর্বোচ্চ। ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরি (NABL) এই রাজ্যের ১১১টি গ্রামীণ জল পরীক্ষাগারকে স্বীকৃতি দিয়েছে। যা দেশের মধ্যে সর্বাধিক। এর পরে রয়েছে মধ্যপ্রদেশ। সেখানে এনএবিএল স্বীকৃত ১০৩টি পরীক্ষাগার রয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ‘জলস্বপ্ন’ প্রকল্পে জনস্বাস্থ্য কারিগরি দফতর গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল জোরকদমে পৌঁছে দিচ্ছে। এই কাজে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এই জল যেন পুরোপুরি পরিস্রুত হয় সেটাও নিশ্চিত করতে রাজ্যের সমস্ত জেলাতেই জল পরীক্ষাগারও তৈরি হচ্ছে। এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ এলাকায় জলের মান সঙ্গে সঙ্গে পরীক্ষা করার জন্য ইতিমধ্যেই আশা কর্মীদের দায়িত্ব দিয়েছেন।

You may also like

Leave a Reply!