Home বঙ্গ ঘূর্ণিঝড় ‘অশনি’-র প্রভাবে গাঙ্গেয় বঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা

ঘূর্ণিঝড় ‘অশনি’-র প্রভাবে গাঙ্গেয় বঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা

by banganews

মাঝ বৈশাখে ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। ‘অশনি’র প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আন্দামান সাগরের গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে ইতিমধ্যেই।

ঘূর্ণিঝড়ের শঙ্কায় মুখ্যমন্ত্রীর মেদিনীপুর সফরসূচি এক সপ্তাহ পিছল

হাওয়া অফিস বলছে, এই ঘূর্ণিঝড় পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। সেখানেই এটি পরিণত হবে শক্তিশালী ঘূর্ণিঝড়ে। অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের দিকে এগোতে থাকবে ক্রমশ। তবে উপকূলের কাছাকাছি এসে ফের গতিপথ পরিবর্তন করবে ‘অশনি’। তার শক্তিক্ষয় হবে। ওড়িশা উপকূল ধরে এরপর সমান্তরালে এগোতে থাকবে এই ঘূর্ণিঝড়। উপকূলে আপাতত এটির আছড়ে পড়ার সম্ভাবনা কম বলেই জানিয়েছেন আবহবিদরা।

‘গ্রেট ইন্ডিয়ান লুট’, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে সরব মুখ্যমন্ত্রী

তবে অশনির প্রভাবে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে। বুধ ও বৃহস্পতিবার ব্যাপক বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উপকূলের জেলায়। বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের মঙ্গলবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

You may also like

Leave a Reply!