Home পাঁচমিশালি এখনও চুল থেকে যেতেই চাইছে না দোলের রং? এই ঘরোয়া টোটকাগুলি আপনার জন্য

এখনও চুল থেকে যেতেই চাইছে না দোলের রং? এই ঘরোয়া টোটকাগুলি আপনার জন্য

by banganews

দোলের নাছোড়বান্দা রং অনেক সময়েই চুলে থেকে যায় দীর্ঘ সময় ধরে৷ এতে চুলের ক্ষতি হয় পুরোমাত্রায়৷ তাছাড়া কর্মক্ষেত্রে যাওয়ার আগে রং উঠে যাওয়াই বাঞ্ছনীয়৷ ভেষজ রং উঠে যায় তাড়াতাড়ি৷ কিন্তু রাসায়নিক রং থেকে যায় চুলে৷ রঙের রাসায়নিক এবং তার পরই চুলে শ্যাম্পু করার ফলে চুল রুক্ষ হয়ে যায়৷

সেজন্য যতো তাড়াতাড়ি সম্ভব চুল থেকে দোলের রং -কে দূরে করা যায় ততোই চুলের জন্য মঙ্গল। তাই আসুন দেখে নেওয়া যাক উপায়গুলি।

অল্পতেই রেগে যাচ্ছেন? দেখেনিন রাগ নিয়ন্ত্রনের উপায়

১. চুলে টক দই আর ডিমের কুসুমের প্যাক লাগিয়ে রেখে অপেক্ষা করুন ৪৫ মিনিট৷ তার পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন৷ এতে চুলের রুক্ষতা কমবে৷

২. ক্যাস্টর অয়েল, নারকেল তেল এবং অলিভ অয়েলের মিশ্রণ চুলে লাগান৷ তাহলে রাসায়নিকের জেরে ক্ষতি কমে যাবে৷

৩. নারকেলের দুধ যদি চুলে লাগিয়ে রাখতে পারেন, তাহলেও খুব ভাল৷ এতে রুক্ষতা দূর হয়ে চুলে কোমল ও চিকণভাব বজায় থাকবে৷

You may also like

Leave a Reply!