Home দেশ ভয় দেখাচ্ছে করোনার নতুন প্রজাতি, কি উপসর্গ?

ভয় দেখাচ্ছে করোনার নতুন প্রজাতি, কি উপসর্গ?

by banganews

বছর দুই পর করোনা প্রকোপ অনেকটাই কমেছে। সংক্রমণ হলেও সুস্থতার হার অনেক বেশি। তবে ফের করোনার নতুন প্রজাতি ওমিক্রন ও হাইব্রিড ডেল্টাক্রন ভাবাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। সম্প্রতি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিকম্বিন্যান্ট ভাইরাসের সম্ভাবনা নিশ্চিত করেছে। হু একটি নতুন রিকম্বিন্যান্ট ভাইরাসের আবির্ভাব নিশ্চিত করেছে যা BA.1 এবং BA.2 ওমিক্রন (Omicron) স্ট্রেনের সংমিশ্রণ।

১৩৩ যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে চিনের বিমান

ডেল্টাক্রনের উপসর্গগুলিও ডেল্টা ও ওমিক্রন প্রজাতির সংক্রমণের মতোই! সংক্রমিত ব্যক্তির মধ্যে দেখা যায় জ্বর, গলায় ব্যথা, স্বাদ-গন্ধ চলে যাওয়া, সর্দি-কাশি, মাথা ব্যথা। ইতিমধ্যে ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, বেলজিয়াম, ইউকে এবং আমেরিকায় ডেল্টাক্রন প্রজাতির হদিশ মিলেছে।ভারতে কি ডেল্টাক্রন প্রজাতির হদিশ মিলেছে? ২২ মার্চ পর্যন্ত সে তথ্য মিলেছে, তাতে জানা গিয়েছে ৫৬৮ জন আক্রান্তকে সন্দেহজনকভাবে দেখা হচ্ছে।

You may also like

Leave a Reply!