Home দেশ ‘গ্রেট ইন্ডিয়ান লুট’, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে সরব মুখ্যমন্ত্রী

‘গ্রেট ইন্ডিয়ান লুট’, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে সরব মুখ্যমন্ত্রী

by banganews

রান্নার গ্যাস সহ জ্বালানির লাগাতার দামবৃদ্ধির সঙ্গে ব্রিটিশদের ভারত লুট ‘গ্রেট ইন্ডিয়ান লুটের’ সঙ্গে তুলনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে কড়া ভাষায় কেন্দ্রের সমালোচনাও করলেন তিনি। একইসঙ্গে কেন্দ্রকে মমতার বার্তা, “দেশবাসীকে যন্ত্রণা দেওয়া বন্ধ করুন।”

শনিবার মোদী সরকারের ঘোষণা অনুযায়ী আবারও সিলিন্ডার পিছু গৃহস্থের রান্নার গ্যাসের দাম বেড়েছে ৫০ টাকা। অর্থাৎ আরও একবার সাধারণ মানুষের পকেট কেটে মুনাফা লোটার পথে কেন্দ্রের বিজেপি সরকার। রান্নার গ্যাসের দাম কলকাতায় আজ থেকে সিলিন্ডার প্রতি বেড়ে দাঁড়াল ১০২৬ টাকা। আগে এই ১৪ কেজির রান্নার গ্যাসের দাম ছিল ৯৭৬ টাকা। এদিন টুইট করে কেন্দ্রের বিজেপি সরকারকে আরও একবার কড়া ভাষায় আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপির সুপরিকল্পিত চিত্রনাট্য নয় তো? কাশীপুরে যুবমোর্চা নেতার মৃত্যুতে প্রশ্ন তৃণমূলের

এদিন টুইট করে মুখ্যমন্ত্রী বলেছেন, “কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে ভারতের সাধারণ মানুষকে কষ্ট দেওয়া বন্ধ করতে হবে। এলপিজি, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম, জ্বালানির দাম বারবার বৃদ্ধি করে লুঠের রাজত্ব চালাচ্ছে। মানুষকে বোকা বানানো হচ্ছে। এতে মিডিয়া নিরব ও অন্ধের ভূমিকা পালন করতে দেখে দুঃখিত।”

You may also like

Leave a Reply!