Home ব্যবসা-বাণিজ্য টাকা তোলা বা জমা, চালু হতে চলেছে নতুন নিয়মবিধি

টাকা তোলা বা জমা, চালু হতে চলেছে নতুন নিয়মবিধি

by banganews

এখন থেকে আর ইচ্ছেমতো তোলা বা জমা করা যাবে না। এর জন্য মানতে হবে বেশকিছু নিয়মবিধি। কেউ যদি গোটা বছরে নিজের সবকটি অ্যাকাউন্ট মিলিয়ে ২০ লাখ টাকা জমা করতে চান, তবে প্যান থাকা বাধ্যতামূলক। শুধু জমা নয়, টাকা তোলার ক্ষেত্রেও প্যানের উল্লেখ করতে হবে।

চলতি মাস থেকেই এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। ব্যাঙ্কগুলির কাছে ইতিমধ্যে নির্দেশিকাও পাঠিয়ে দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT)। ওই নির্দেশে বলা হয়েছে, ২৬ মে থেকেই এই নিয়ম কার্যকর হবে।

নগদ টাকা জমা বা তোলার ক্ষেত্রে নিয়মের আরও কড়কড়ি করতেই আয়কর আইনে বদল আনা হয়েছে। এখন কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুই লাখ টাকা বা তার বেশি অর্থ জমা করতে গেলে প্যান কার্ড পেশ করা বাধ্যতামূলক। টাকা তোলার ক্ষেত্রেও একই নিয়ম চালু রয়েছে।

শুধু রাষ্ট্রায়ত্তই নয়, বেসরকারি এবং সমবায় ব্যাঙ্ককেও এর আওতায় রাখা হয়েছে। পোস্ট অফিসের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে। এ নিয়ে বিস্তারিত নির্দেশ এখনও পর্যন্ত কোনও ব্যাঙ্ক বা অন্য আর্থিক সংস্থার কাছে আসেনি। তবে বলা হয়েছে, লেনদেনের সময় কেউ চাইলে, প্যানের বদলে কোনও আধার নম্বরও উল্লেখ করতে পারেন।

You may also like

Leave a Reply!