এবার অল্প টাকায় কিনে ফেলুন স্বপ্নের বাড়ি। ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে আয়োজন করা হয়েছে ই অকশন৷ এই নিলাম প্রক্রিয়া অনলাইনে করা হবে। নিলামের দিন ধার্য করা হয়েছে ২৮ সেপ্টেম্বর। রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল এবং এগ্রিকালচারাল সমস্ত রকমের প্রপার্টি নিলাম করা হবে ।
টুইট করে জানানো হয়েছে সস্তায় প্রপার্টি কেনার সুযোগ রয়েছে। আপনাদের জন্য বাড়ি, অফিস, সমস্ত রকমের প্রপার্টি নিলাম করা হবে। যে সমস্ত প্রপার্টির মালিকরা তাদের লোন শোধ করতে পারেনি তাদের জমি বা বাড়ি ব্যাঙ্ক অফ বরোদা বাজেয়াপ্ত করে নিয়েছে। ব্যাংকের তরফে অনেক সময় এই ধরনের সম্পত্তি নিলাম করা হয় বকেয়া টাকা নেওয়ার জন্য।
আরো পড়ুন
RBI এর নতুন নির্দেশিকা : নগদ শূন্য ATM থাকলেই জরিমানা
প্রপার্টি সংক্রান্ত বিস্তারিত জানার জন্য https://ibapi.in/ বা www.bankofbaroda.in ভিজিট করতে হবে ৷ এছাড়া নিকটবর্তী ব্যাঙ্কের শাখায় গিয়ে নির্দিষ্ট প্রপার্টি সংক্রান্ত তথ্য জানতে চাইতে পারেন ৷
এর জন্য কী করতে হবে?
বিডারকে নিজের মোবাইল নম্বর ও ই-মেল আইডি দিয়ে E Auction প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করাতে হবে ৷
কেওয়াসি ডকুমেন্ট জমা দিতে হবে ৷ KYC ডকুমেন্ট E Auction পরিষেবার মাধ্যমে ভেরিফাই করা হবে ৷ এর জন্য কমপক্ষে ২দিন সময় লাগবে ৷
এরপর আপনাকে E Auction প্ল্যাটফর্মে চালান এর মাধ্যমে অ্যামাউন্ট ট্রান্সফার করতে হবে। NEFT ট্রান্সফার, অনলাইন বা অফলাইন ট্রান্সফার করতে পারবেন ৷
তিনটি স্টেপ সম্পূর্ণ হলে E Auction প্ল্যাটফর্মে অনলাইনে নিলামি সম্পত্তি কিনতে পারবেন৷