Home রাশিফল বিয়ের সম্বন্ধ বার বার ভেঙে যাচ্ছে? মেনে চলুন এই নিয়মগুলো

বিয়ের সম্বন্ধ বার বার ভেঙে যাচ্ছে? মেনে চলুন এই নিয়মগুলো

by banganews

প্রেম হোক বা দেখাশোনা, শেষ মুহুর্তে এসে সব ভেস্তে যাচ্ছে? কোনও সম্পর্কই বিয়ে পর্যন্ত গড়াচ্ছে না? বিয়ের সম্বন্ধ বার বার ভেঙে যাচ্ছে?টেনশন করবেন না! জ্যোতিষশাস্ত্রের কয়েকটা নিয়ম মেনে চলুন, আপনার বিয়ে হওয়া আটকায় কে!

* জ্যোতিষশাস্ত্র মতে, নিজের ঘরের দরজার সামনে জুতো রাখবেন না, এতে বিয়েতে বাধা আসে।

* শোবার ঘরে কোনও ধারালো জিনিস যেমন ছুড়ি, কাঁচি, বঁটি রাখবেন না, এতে বিয়ের সম্বন্ধ ভেঙে যায়।

* দেখবেন, আপনি যে ঘরে শোন, সেটা যেন কখনওই দক্ষিণ-পশ্চিম দিকে না হয়।

 

আগামী মাসেই বছরের প্রথম সূর্যগ্রহণ, এই চার রাশির উন্নতি হবে প্রচুর

* যদি বার বার বিয়েতে বাধা আসে, তবে বিবাহযোগ্য ছেলেমেয়েদের প্রতি বৃহস্পতিবার নতুন পোশাক উপহার দিন। পর পর পাঁচটা বৃহস্পতিবার এই কাজ করলেই দেখবেন, বাধা কেটে গিয়েছে।

You may also like

Leave a Reply!