Home বঙ্গ আসানসোল এবং বালিগঞ্জ উপনির্বাচনে আসছে কেন্দ্রীয় বাহিনী

আসানসোল এবং বালিগঞ্জ উপনির্বাচনে আসছে কেন্দ্রীয় বাহিনী

by banganews

আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। দুই কেন্দ্রেই শাসক-বিরোধীর হেভিওয়েট প্রার্থী লড়ছেন। এবার দুই কেন্দ্রেই কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোটগ্রহণের জন্য তৎপর জাতীয় নির্বাচন কমিশন। দুই কেন্দ্রের জন্য ১৩৩ কোম্পানি বাহিনী আনা হচ্ছে বলে কমিশন সূত্রে খবর।

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে ১৭ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। সেই কারণে দুই কেন্দ্রের নির্বাচনের জন্য ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। আসানসোল লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা রয়েছে। আর বালিগঞ্জ বিধানসভা মিলিয়ে হিসাব মতো ১৩৬ কোম্পানি বাহিনী থাকার কথা। কিন্তু আসানসোলের বুথের সংখ্যা কম হওয়ায় ১৩৩ কোম্পানি বাহিনী দিয়ে ভোটগ্রহণ হবে।

 

কেন্দ্রের নমামী গঙ্গের টাকা মেলেনি, আদি গঙ্গা সংস্কারের উদ্যোগ কলকাতা পুরসভার

জানা গিয়েছে, চলতি মাসেই কেন্দ্রীয় বাহিনী চলে আসবে রাজ্যে। দুই কেন্দ্রে রুট মার্চ শুরু হয়ে যাবে। কমিশন সূত্রে খবর, স্বরাষ্ট্রমন্ত্রক আগামীকাল, শনিবার তাদের রিপোর্ট কমিশনের কাছে পাঠিয়ে দেবে। এর পর বাহিনী রাজ্যে চলে আসবে। আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে।

You may also like

Leave a Reply!