দুধ অনেক সময় নষ্ট হয়ে যায়, বা ফেটে যায়। দীর্ঘ সময় দুধ ফ্রিজের বাইরে গরমে রাখলে নষ্ট হয়ে যায় আবার পুরনো দুধও কেটে যেতে পারে! দুধ কেটে গেলে ফেলে দেবেন না, কাটা দুধেরও অনেক উপকারিতা আছে। ফেলে না দিয়ে সেই দুধ অনেক কাজে লাগতে পারে। গাছের পরিচর্যায় নষ্ট হয়ে যাওয়া দুধ ব্যবহার করতে পারেন। গাছে অতিরিক্ত ক্যালসিয়াম সরবরাহ করতে দুধে সামান্য জল মিশিয়ে গাছের গোড়ায় ঢেলে দিন। দুধ কেটে ছানা হয়ে গেলে, ছানার বল তৈরি করে রান্না করুন ছানার ডালনা! নষ্ট হয়ে যাওয়া দুধ থেকেই তৈরি হয় চিজ, তাই দুধ কেটে গেলে বানিয়ে নিতে পারেন চিজ-ও। দুধ কেটে গেলে সেটা ব্যবহার করুন স্যালাড ড্রেসিংয়ের কাজে! ক্রিমের পরিবর্তে স্যালাডের উপরে ছড়িয়ে দিন কেটে যাওয়া দুধ।
পাঁঠার মাংস রান্না না করে দেওয়ায় বউয়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ যুবকের
নষ্ট হয়ে যাওয়া দুধ ত্বকের জন্য খুব উপকারি। কেটে যাওয়া দুধ মুখে ফেস মাস্কের মতো লাগিয়ে নিন, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন, দেখবেন ত্বক জ্বলজ্বল করছে। দুধ কেটে গেলে তাই দিয়ে বানিয়ে ফেলুন প্যানকেক, কেক এবং ওয়াফেল-এর মতো ডেজার্ট