Home দেশ থেমে গেল সন্তুরের সুরলহরী, সুরলোকে পণ্ডিত শিবকুমার শর্মা

থেমে গেল সন্তুরের সুরলহরী, সুরলোকে পণ্ডিত শিবকুমার শর্মা

by banganews

মুম্বইয়ে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত শিবকুমার শর্মা।

বয়স হয়েছিল ৮৪ বছর। রেখে গেলেন স্ত্রী মনোরমা এবং পুত্র রাহুল শর্মাকে।

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ‘সন্তুর’ নামক বাদ্যযন্ত্রটিকে বিশ্বের দরবারে এনেছিলেন শিবকুমার শর্মা

তার আগে কাশ্মীরের এক আঞ্চলিক তারবাদ্যযন্ত্র রূপেই পরিচিতি ছিল সন্তুরের

উত্তর ভারতীয় সংগীতের রাগ ছাড়াও বলিউডের মূল ধারার ছবিতে কালজয়ী সুর সৃষ্টি করেছেন তিনি। তার মধ্যে অন্যতম ‘সিলসিলা’।

সঙ্গীত নাটক অ্যাকাডেমি সহ জাতীয় এবং আন্তর্জাতিক বহু পুরস্কার পেয়েছেন শিবকুমার শর্মা। ২০০১ সালে পান পদ্মবিভূষণ সম্মান।

You may also like

Leave a Reply!