Home বঙ্গ কাল থেকে লোকাল, ভিড় নিয়ন্ত্রণ নিয়ে রেল-রাজ্য তরজা

কাল থেকে লোকাল, ভিড় নিয়ন্ত্রণ নিয়ে রেল-রাজ্য তরজা

by banganews

বঙ্গ নিউস, ১০ নভেম্বর, ২০২০ঃ দীর্ঘ ৮ মাস পর আগামীকাল থেকে জনসাধারণের জন্য চালু হচ্ছে লোকাল ট্রেন। করোনা পরিস্থিতিতে গত ২২ মার্চ থমকে গিয়েছিল রেলের চাকা। এরপর বেশ কিছু স্টাফ স্পেশাল ট্রেন চালু হলেও সর্বসাধারণের জন্য ট্রেন চলেনি। অফিস খুলে গেলেও সচল হয়নি রেল পরিষেবা। এই নিয়ে ক্রমাগত বিক্ষোভ, অবরোধের পর অবশেষে কাল থেকে সবার জন্য চালু হচ্ছে লোকাল। কিন্তু স্টেশন চত্বরে ভিড় নিয়ন্ত্রণ হবে কী করে? এই প্রশ্নই ভাবাচ্ছে সকলকে।

আরও পড়ুন আজ তৃণমূলের নন্দীগ্রাম দিবস

গতকাল রেলের পক্ষ থেকে রাজ্যকে SOP দেওয়া হয়েছিল। আজ পাল্টা নবান্ন থেকে রেলকে SOP দেওয়া হল। গতকালই ভিড় নিয়ন্ত্রণে রাজ্য পুলিশের সাহায্য চেয়েছিল রেল। করোনা আবহে যাত্রী সুরক্ষা নিয়ে সতর্ক রাজ্য সরকারও। এনিয়ে ১০ জেলার পুলিশ সুপার, জেলাশাসক ও পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বৈঠকে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে শুধুমাত্র বৈধ প্যাসেঞ্জারই স্টেশনে ঢুকবেন। প্রবেশ ও প্রস্থানের পথ নির্দিষ্ট করতে হবে। স্টেশনে প্রবেশের সময় থার্মাল চেকিং বাধ্যতামূলক। যাতায়াতের সময় মাস্ক বাধ্যতামূলক। স্টেশনের বাইরে জটলা এড়াতে নজর রাখবে পুলিশ। ৫০ শতাংশ যাত্রী নিয়ে শুরু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। এই পরিস্থিতিতেও যাত্রী বিক্ষোভের আশঙ্কা থেকেই যাচ্ছে। ফলে অবরোধ ও বিক্ষোভ এড়াতে সতর্ক থাকতে হবে রাজ্য ও রেল উভয়পক্ষকেই।

You may also like

Leave a Reply!