Home বঙ্গ আজ তৃণমূলের নন্দীগ্রাম দিবস

আজ তৃণমূলের নন্দীগ্রাম দিবস

by banganews

নন্দীগ্রাম, ১১ নভেম্বর, ২০২০ঃ  ‘নিজের নাম ভুলতে পারি, নন্দীগ্রাম ভুলব না’ এই স্লোগানেই আজ নন্দীগ্রাম দিবস পালন করবে তৃণমূল। আজ নন্দীগ্রামে একাধিক কর্মসূচী পালন করবেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও  রাজ্যের মন্ত্রী পূর্ণেন্দু বসু সহ পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারী ও জমি আন্দোলনের নেতা শেখ সুফিয়ান উপস্থিত থাকবেন আজকের শহিদ দিবসে।

আরও পড়ুন সবজির দাম নিয়ন্ত্রণে না এলে আইন আনতে বাধ্য হবে রাজ্য ,মোদীকে চিঠি মমতার

আজ নন্দীগ্রাম দিবসে তৃণমূল সুপ্রিমো টুইট করে লিখেছেন “আজ নন্দীগ্রাম দিবস, মানুষের উপর বর্বরোচিত আক্রমণের ১৩ বছর পুর্তি। রাজনৈতিক হিংসার বলি প্রতিটি মানুষকে আমার শ্রদ্ধা। দিনের শেষে শান্তির জয় হবে এই আশা রাখি”।  নন্দীগ্রামের জমি আন্দোলনের নেতা শেখ সুফিয়ানার কথায় আজ শহিদ দিবসে উপস্থিত থাকবেন রাজনৈতিক হিংসায় প্রাণ হারানো মানুষদের পরিবারের সদস্যরাও।

You may also like

Leave a Reply!