Home বঙ্গ সবজির দাম নিয়ন্ত্রণে না এলে আইন আনতে বাধ্য হবে রাজ্য ,মোদীকে চিঠি মমতার

সবজির দাম নিয়ন্ত্রণে না এলে আইন আনতে বাধ্য হবে রাজ্য ,মোদীকে চিঠি মমতার

by banganews

বঙ্গ নিউস, ৯ নভেম্বর, ২০২০ঃ  দিন দিন লাগামছাড়া হয়ে উঠছে সবজির দাম। আলু পেঁয়াজও ছোঁয়া যাচ্ছে না। মধ্যবিত্তের হেঁসেলে টান পড়ছে প্রতিদিন। এই মর্মে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অত্যাবশ্যক পন্য আইন সংশোধনী নিয়ে আগেই আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার চিঠি দিয়ে এই আইনের বিরোধীতা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আলু পেঁয়াজ সহ সবজির দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ করুক কেন্দ্র, অন্যথায় রাজ্য সরকার বাধ্য হবে আইন আনতে।

আরও পড়ুন করোনা আবহে অসহায় পট শিল্পী পরিবারের পাশে সমাজসেবী আবুতার মল্লিক

গত ২২ সেপ্টেম্বর অত্যাবশ্যক পন্য আইন পাশ হয় লোকসভায়, চাল ডাল তেল সহ আলু পেঁয়াজের মত দৈনন্দিন খাদ্যসামগ্রীকে বাদ দেওয়া হয় অত্যাবশ্যক পন্য থেকে, ফলে এই পন্যগুলি থেকে সরকারি নিয়ন্ত্রণ উঠে যায়। এখানেই আপত্তি জানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় সরকারি নিয়ন্ত্রণ না থাকায় লাগামছাড়া মূল্যবৃদ্ধি হচ্ছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে চার পাতার চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি নতুন পন্য আইনে রাজ্য সরকারের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের ক্ষমতা খর্ব করা হয়েছে। পরিকল্পনা ছাড়াই এই সংশোধনীটি পাশ করানো হয়েছে। আর তার ফলেই এতটা সমস্যার মুখে পড়তে হচ্ছে। আলু পেঁয়াজে হাত দিতে পারছেন না মধ্যবিত্তরা। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন এই দাম নিয়ন্ত্রণে যদি কেন্দ্র কোনো পদক্ষেপ না নেয় তাহলে রাজ্য সরকার নতুন আইন প্রনয়ণ করতে বাধ্য হবে।

You may also like

Leave a Reply!