Home বঙ্গ ভোটার তালিকা সংশোধনের দিনক্ষণ জানাল নির্বাচন কমিশন

ভোটার তালিকা সংশোধনের দিনক্ষণ জানাল নির্বাচন কমিশন

by banganews

বঙ্গ নিউস, ৯ নভেম্বর, ২০২০ঃ আজ সর্বদল বৈঠকে ভোটের দামামা বেজে গেল। সব রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে ভোটার তালিকা সংশোধন ও চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণ জানিয়ে দিলেন রাজ্যের মূখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। এর পাশাপাশি ভিড় এড়াতেও ব্যবস্থা নিচ্ছে কমিশন। আগামী বছরেই বাংলায় বিধানসভা নির্বাচন।

আরও পড়ুন 2021 সিবিএসসি দশম দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বদল

আজ সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেন মূখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। সেখানেই জানানো হয়, চলতি মাসের ১৮ তারিখে প্রকাশ করা হবে ভোটের খসড়া। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে সংশোধনের কাজ। আগামী ১৫ জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকায় থাকা ব্যাক্তিরা ভোটার হিসাবে বিবেচিত হবেন। সূত্রের খবর প্রতিটি বুথে ২ দিন করে সংশোধনের কাজ চলবে। পরিস্থিতির কথা বিবেচনা করে চলতি বছরে বাড়ছে ৯৯ টি বুথ। যে বুথে দেড় হাজারের বেশি ভোটার রয়েছে সেই বুথকে বিভক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। শাসক থেকে বিরোধী সব দলই ত্রুটিহীন ভোটার তালিকা প্রকাশ করার আবেদন জানিয়েছে।

You may also like

Leave a Reply!