Home কলকাতা স্পা এর আড়ালে মধুচক্র, পুলিশের দ্বারস্থ সংস্থারই কর্মী

স্পা এর আড়ালে মধুচক্র, পুলিশের দ্বারস্থ সংস্থারই কর্মী

by banganews

কলকাতায় ফের স্পা এর আড়ালে মধুচক্র চালানোর অভিযোগ। বিষয়টি জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের ওই স্পা-এ কর্মরত এক তরুণী। তাঁকে যৌন হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ। বিষয়টি জানার পরই তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগকারীনীর দাবি, তিনি কিছুদিন আগে সল্টলেকের এফডি ব্লকের ওই স্পা-তে চাকরি পান। শুরুতে বিষয়টা বুঝতে পারেননি।

তবে অল্প কিছুদিনের মধ্যেই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যায়। ওই তরুণী বুঝতে পারেন, স্পা এর আড়ালে মধুচক্র চালানো হয় সেখানে। অভিযোগ, অভিযোগকারীনীকেও মধুচক্রে যুক্ত হওয়ার জন্য জোর করা হয়। রীতিমতো চাপ দেওয়া হয় তাঁকে। রাজি হওয়ায় প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এমনকী কাজ করতে গিয়ে যৌন হেনস্থার শিকারও হয়েছেন তিনি।

 

রাজনৈতিক মন্তব্যের অভিযোগ করে রামপুরহাট কাণ্ডে রাজ্যপালকে জবাব মমতার

এরপরই পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন ওই তরুণী। এরপরই বিধাননগর কমিশনারেটের দ্বারস্থ হন তিনি। লিখিত অভিযোগ করেছেন তিনি। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। কতদিন ধরে চলছিল ওই মধুচক্র। এর আগেও তিলোত্তমার বুকে স্পা এর নামে মধুচক্র চালানোর অভিযোগ উঠেছে। খবর পেয়েই কড়া পদক্ষেপ করেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছেন অনেকে। তা সত্ত্বেও ফের একই ঘটনার পুনরাবৃত্তি।

You may also like

Leave a Reply!