Home কলকাতা লোকাল ট্রেন নিয়ে রাজ্য কে গুরত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের

লোকাল ট্রেন নিয়ে রাজ্য কে গুরত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের

by banganews

কলকাতা, ১০ নভেম্বর, ২০২০ঃ দীর্ঘ আট মাস পর কাল থেকে সর্বসাধারণের জন্য চালু হচ্ছে লোকাল ট্রেন। এরই মধ্যে ট্রেন না চালানো নিয়ে রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ট্রেনে ভিড় নিয়ন্ত্রণ নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। আজ সেই মামলার শুনানিতে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন কালী পুজো বা জগদ্ধাত্রী পুজোয় যেখানে জনসমাগম বেশী হয় সেখানে পুজোর দিনগুলিতে ট্রেন না চালানোই ভালো। তবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিক রাজ্য সরকার।

আরও পড়ুন আগামীকাল এনসিবি অফিসে অর্জুন রামপল

যদিও কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোয় শোভাযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও কালীপুজোয় বাজি নিষিদ্ধ করা হয়েছে। প্রসঙ্গত স্টাফ স্পেশাল ট্রেনেই যা ভিড় হচ্ছে সাধারণের জন্য ট্রেন চালু হলে ভিড় কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। ইতিমধ্যেই স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে রাজ্য ও রেল দুপক্ষই উভয়কে SOP দিয়েছে। স্টেশনে থাকছে থার্মাল চেকিংয়ের ব্যবস্থা। মাস্ক বাধ্যতামূলক করা হচ্ছে। স্টেশন চত্বরে যাতে জটলা না হয় সেদিকে নজর রাখবে পুলিশ।

You may also like

Leave a Reply!