Home কলকাতা বিমানবন্দরে ফের শুরু হচ্ছে প্রাইমারি রানওয়ে

বিমানবন্দরে ফের শুরু হচ্ছে প্রাইমারি রানওয়ে

by banganews

কলকাতা বিমানবন্দরে ফের শুরু হতে চলেছে প্রাইমারি রানওয়ে। এবার আগের থেকে আরও বেশি বিমান ওঠা নামা করতে পারবে, এমনভাবেই সাজানো হয়েছে কলকাতা আন্তর্জাতিক বিমান বন্দর কে। মোট তিনটি নতুন র‌্যাপিড এক্সিট ট্যাক্সিওয়ে তৈরি হচ্ছে। তার মধ্যে দু’টি রাজার হাটের দিক থেকে অবতরণ করা বিমানগুলির জন্য ও একটি মধ্যমগ্রামের দিক থেকে অবতরণ করা বিমানগুলির জন্য। আরইটিগুলি অবতরণের পর বিমানের রানওয়েতে থাকার সময় বর্তমানের ৪৫-৫০ সেকেন্ড থেকে কমিয়ে ৩০ সেকেন্ডে নিয়ে আসবে।

প্রশাসনের অনুমতি ছাড়াই গাড়ি বিস্ফোরণের শ্যুটিং ! ক্ষতিগ্রস্ত হেরিটেজ করোনেশন সেতুর একাংশ

ফলে, প্রাইমারি রানওয়েতে আগে প্রতি ঘণ্টায় ৩৫টি বিমানের বদলে প্রায় ৪২টি বিমান ওঠানামা করতে পারবে।  বিমানবন্দর সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধের মধ্যেই শেষ হয়ে যেতে পারে আরইটিগুলি তৈরির কাজ। পরিকল্পনামাফিক কাজ সম্পূর্ণ হয়ে গেলে, রবিবার সকালে ১০টা থেকেই প্রাইমারি রানওয়ে চালু করে দেওয়া হতে পারে বিমান ওঠানামার জন্য।

You may also like

Leave a Reply!