Home আবহাওয়া ঠাণ্ডার প্রকোপে কাঁপবে বাংলা, দেখে নিন আজকের আবহাওয়া

ঠাণ্ডার প্রকোপে কাঁপবে বাংলা, দেখে নিন আজকের আবহাওয়া

by banganews

বঙ্গ নিউস, ২১ ডিসেম্বর, ২০২০ঃ অবশেষে বঙ্গে ঠাণ্ডা প্রবেশ করেছে। গতকাল এই মরশুমের শীতলতম দিন হিসাবে গণ্য হয়েছে। আজও যথেষ্ট ঠাণ্ডা অনুভব হচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে হু হু করে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাংলার উত্তর এবং দক্ষিণ দিকে আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়া শুষ্ক থাকবে।

আরও পড়ুন আদিত্য নারায়ণ নেহা কক্করকে বললেন হিংসুটে,কিন্তু কেন?

তবে বাংলার বেশ কিছু জেলায় প্রবল শৈত্যপ্রবাহ অনুভূত হতে পারে। যেমন পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, নদিয়া এবংপুরুলিয়ার বেশ কিছু এলাকায় আগামী ৪৮ ঘন্টা প্রবল শৈত্যপ্রবাহ অনুভূত হতে পারে।মধ্যপ্রদেশের ঘূর্ণাবর্ত দুর্বল হওয়ায় এবার উত্তুরে হাওয়া দাপটের সঙ্গে প্রবেশ করছে বঙ্গে। আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

You may also like

Leave a Reply!