Home আবহাওয়া চলতি মাসেই বঙ্গে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিত্রাং

চলতি মাসেই বঙ্গে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিত্রাং

by banganews

বসন্তেও বঙ্গে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। ইন্দোনেশিয়ার বান্দা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। সেটি পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের দিকে এলে তার প্রভাব পড়তে পারে রাজ্যেও।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে এই ঝড় আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে। এই ঘূর্ণিঝড়ের নামকরণ হয়েছে সিত্রাং। এই নাম রেখেছে থাইল্যান্ড। এই ঝড় রাজ্যে আছড়ে পড়তে পারে আগামী শনি ও রবিবার নাগাদ।

বাংলাদেশ উপকূলেও এই সাইক্লোন তাণ্ডব চালাতে পারে বলে খবর। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, “আপাতত এরাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ১৯-২০ তারিখ নাগাদ নিম্নচাপের প্রভাব এ রাজ্যে পড়তে পারে। ঘূর্ণিঝড় হবে কি না তা এখনও পরিষ্কার নয়।”

 

বৃষ্টির সঙ্গে আকাশ থেকে পড়ল ভিনগ্রহী প্রাণী! ভাইরাল ভিডিও

বসন্তেও ভরপুর গ্রীষ্মের আবহাওয়ার রাজ্যজুড়ে। মার্চের শুরু থেকে প্রতিদিনই গরম বাড়ছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির কাছাকাছি। আগামী কয়েকদিন তা আরও বাড়বে বলেই জানা গেছে। এদিকে, আপেক্ষিক আর্দ্রতাও খানিকটা বেশি হওয়ায় অস্বস্তি বাড়ছে।

You may also like

Leave a Reply!