Home আবহাওয়া কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া, জেনে নিন

কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া, জেনে নিন

by banganews

আপাতত রাজ্যে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই৷ এমনই স্বস্তির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ কয়েকদিন ধরেই রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর৷ হাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাসে অবশ্য জানানো হয়েছে, আপাতত রাজ্যের সর্বত্রই দিনের তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে থাকবে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী ৩ ও ৪ এপ্রিল যথাক্রমে রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ারে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৪৮ ঘন্টার মধ্যে ফের ঝড় বৃষ্টির সম্ভবনা, কি বলছে আবহাওয়া দপ্তর

উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে৷ আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আজ কলকাতার আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই৷ বাতাসে সামান্য জলীয়বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।

You may also like

Leave a Reply!