Home আবহাওয়া বঙ্গে অস্বস্তির গরম! ৩৬ ডিগ্রিতে পৌঁছবে পারদ

বঙ্গে অস্বস্তির গরম! ৩৬ ডিগ্রিতে পৌঁছবে পারদ

by banganews

চৈত্র মাসের মাঝামাঝিতেই গরমে অস্বস্তি চরমে। ঘূর্ণাবর্ত বয়ে চললেও তার প্রভাব বঙ্গে নেই তা আলিপুর আগেই জানিয়ে দিয়েছিল। হাওয়া অফিসের আবহাওয়াবিদ জি কে দাস বলছেন, “বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপটি ছিল, তা গভীর নিম্নচাপে পরিণত হয়ে মায়ানমারের দিকে চলে গিয়েছে।”

এর ফলে শুধুমাত্র উত্তর-পশ্চিম দিকে হাওয়ার প্রভাব থাকছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জেরে সিকিম, দার্জিলিং, জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গ ছিটেফোঁটা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না। শুধু আগামী ২-৩ দিন অর্থাৎ এই সপ্তাহে কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

 

নববর্ষেই খুলবে শিয়ালদহ মেট্রো স্টেশন, বদলাতে পারে ট্রেনের সময়সীমা

বুধবার রাতের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেড়ে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেড়ে ২৫.৪ ডিগ্রিতে পৌঁছেছে। বুধবার রৌদ্রজ্জ্বল দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৬ ডিগ্রি এবং ২৫ ডিগ্রির আশেপাশে থাকবে। তাই বঙ্গে অস্বস্তি চরমে থাকবে।

You may also like

Leave a Reply!