Home আবহাওয়া পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

by banganews

শুক্রবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আবার বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব বাংলাদেশে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে এই বৃষ্টিপাত হতে পারে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম বলেও আবহবিদরা জানিয়েছেন।

 

মালয়েশিয়ায় বন্যায় ঘরছাড়া ২২ হাজার

বৃহস্পতিবার সকাল থেকে কুয়াশাচ্ছন্ন কলকাতা। পাশাপাশি মেঘলা হওয়ার কারণে মুখ ভার আকাশেরও। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮.৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮.৮ ডিগ্রি, যা স্বাভাবিক।

You may also like

Leave a Reply!