Home আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি

কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি

by banganews

আজ সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। গতকাল রাতে দমকা হাওয়া বয়ে গেছে কলকাতার উপর দিয়ে।

হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব বাংলাদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। ফের রাজ্যে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। এই দুয়ের প্রভাবে বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি। তবে বৃষ্টি হলেও নতুন করে শীত আর পড়বে না। বাঁকুড়া , পশ্চিম বর্ধমান, বীরভূম , মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বলেই জানিয়েছিল হাওয়া অফিস। বৃষ্টি বাড়বে কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতেও। বৃষ্টির পরিমাণ কম থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং জেলাগুলিতে।

 

পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

You may also like

Leave a Reply!