Home ফিচার মৃত্যুর ১৫ মিনিট আগে কী চলে মানুষের মস্তিষ্কে? জেনে নিন অবাক করা তথ্য

মৃত্যুর ১৫ মিনিট আগে কী চলে মানুষের মস্তিষ্কে? জেনে নিন অবাক করা তথ্য

by banganews

মৃত্যু সামনে! ঠিক তখন কী চলে মানুষের মস্তিষ্কে? এই প্রথমবার সেই উত্তর দিলেন গবেষকরা। কেবল উত্তর দেওয়ায়ই নয়, ওই সময় মানুষের মস্তিষ্কের স্থিতির ভিডিও রেকর্ডিংও করেছেন তাঁরা। সূত্রের খবর, মৃগী রোগে আক্রান্ত ৮৭ বছরের এক বৃদ্ধ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর ইলেক্ট্রোএনসেফালোগ্রাম করার সময় হঠাৎই হৃদযন্ত্র বন্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। ওই বৃদ্ধের মৃত্যুর ১৫ মিনিট আগের মস্তিষ্কের অবস্থা রেকর্ড করেছেন চিকিৎসকরা। সেই রেকর্ডিং নিয়েই চলেছে গবেষণা।

গবেষকরা জানিয়েছেন, মৃত্যুর ঠিক ৩০ সেকেন্ড আগে রোগীর হৃদস্পন্দন বহুগুণ বেড়ে যায়। ওই সময় তাঁর মস্তিষ্কে এক অদ্ভুদ তরঙ্গ তৈরি হয়। যাকে বিজ্ঞানের ভাষায় Gamma Oscillations বলা হয়। মৃত্যুর ঠিক কিছুক্ষণ আগে মানুষের মস্তিষ্কের কার্যকারিতা বহুগুণ বেড়ে যায়। ঘোরের মধ্যে বিরাজ করে মানুষ। মস্তিষ্ক সচল থাকলেও দেহ অচল হয়ে যেতে থাকে।

 

চম্বল নদীতে বরযাত্রীর গাড়ি, হবু বর সহ মৃত ৯ জন

Le Louisville Zemmer বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা নিউরো সার্জেন ডাক্তার Louisville Zemma জানান, Gamma Oscillations ওয়েভের সময় মানুষের তাঁর জীবনের মন ভাল স্মৃতিগুলো মনে করতে থাকেন। এমনকি মৃত ওই মৃগীরোগীর মস্তিষ্কের গবেষণা করেও দেখা গিয়েছে, তিনিও মৃত্যুর আগের মুহুর্তে জীবনের ভাল স্মৃতি গুলোকেই মনে করছিলেন।

You may also like

Leave a Reply!