Home বঙ্গ আনিস খান হত্যাকাণ্ডের দুই অভিযুক্তকে তোলা হল আদালতে

আনিস খান হত্যাকাণ্ডের দুই অভিযুক্তকে তোলা হল আদালতে

by banganews

আনিস খান হত্যার ঘটনায় বিক্ষোভ চারিদিকে। আনিসের পরিবার, তাঁর বাবা এবং পাড়া-পড়শিদের ‘অরাজনৈতিক মিছিল’ বৃহস্পতিবার দুপুরে আমতা থানা ঘেরাও করে। পরিস্থিতি প্রায় আয়ত্তের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়।

এরই মধ্যে আনিস খান হত্যাকাণ্ডের অভিযুক্ত দুই অভিযুক্তকে আজ উলুবেড়িয়া আদালতে তোলা হল। আদালত থেকে তাদের উলুবেড়িয়া উপসংশোধনাগারে পাঠানো হয়েছে বলে খবর। এই মামলায় এখনও পর্যন্ত বিচারপতি কোনো রায় দেননি। ধৃতদের 302/201/34 ধারায় অভিযুক্ত করা হয়েছে। বিচার চলাকালীন উলুবেড়িয়া আদালত চত্বর ও উপসংশোধনাগারের সামনে সিবিআই তদন্তের দাবি করে বিক্ষোভ দেখান বহু মানুষ।

 

আনিস-কাণ্ডে গ্রেফতার আমতা থানার দুই সাসপেন্ড পুলিশকর্মী

অন্যদিকে, আনিস হত্যার তদন্তের ব্যাপারে আরও একবার রাজ্যের উপরেই ভরসা রাখতে অনুরোধ করেছে রাজ্য পুলিশ। বৃহস্পতিবার আনিস-হত্যার তদন্ত নিয়ে পর পর দু’টি টুইট করে রাজ্য পুলিশ। সেই টুইটে আনিসের পরিজনদের কথা উল্লেখ করে তারা অনুরোধ করেছে, তাঁরা যেন রাজ্যের বিশেষ তদন্তকারী দলের (সিট) তদন্তের উপরেই ভরসা রাখেন। যার প্রচ্ছন্ন অর্থ, আনিসের পরিবার যেন  সিবিআই তদন্তের দাবি থেকে সরে আসেন। যদিও আনিসের পরিবার সেই দাবি থেকে সরে আসেনি।

You may also like

Leave a Reply!