Home বঙ্গ রাজ্যের গুরুত্বপূর্ণ নথি এবার ‘ডিজিটাল লকারে’! মুখ্যমন্ত্রী আনলেন ‘বাংলার আই-ক্লাউড’

রাজ্যের গুরুত্বপূর্ণ নথি এবার ‘ডিজিটাল লকারে’! মুখ্যমন্ত্রী আনলেন ‘বাংলার আই-ক্লাউড’

by banganews

রাজ্য সরকারের প্রশাসনিক কাজকর্মকে ডিজিটাল করার উদ্যোগ নিল মমতার সরকার। উদ্বোধন হল বাংলার আই ক্লাউড। এর ফলে এক ক্লিকেই সব তথ্য পাওয়া যাবে। নবান্ন সভাঘরে ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও।

এই প্রসঙ্গে মুখ্যসচিব জানিয়েছেন, রাজ্য সরকারের বিভিন্ন দফতর থেকে বহু সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে। জন্ম ও মৃত্যুর শংসাপত্র থেকে শুরু করে তফসিলি জাতি ও উপজাতির শংসাপত্র, স্বাস্থ্য সাথীর সার্টিফিকেট, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ সব এক জায়গায় রাখা থাকবে এই আই ক্লাউডে। এটি এক ধরনের ডিজিটাল লকারের সঙ্গে তুলনা করেছেন মুখ্যমন্ত্রী।

মেডিক্যাল পড়ুয়াদের জন্য সুখবর, রাজ্যে বাড়ছে স্নাতকোত্তরের আসন

মুখ্যমন্ত্রীর কথায়, ব্যাঙ্কে যেমন লকার থাকে, তেমন এটাও সরকারের একটা লকার। লকারেই পাওয়া যাবে সব তথ্য। উল্লেখ্য, বাংলা আই ক্লাউডের নামকরণ এবং লোগো উভয়ই তৈরি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাতে মানুষকে এখানে-ওখানে ঘুরতে না হয়, সেই জন্যই এই ব্যবস্থা করা হয়েছে।

You may also like

Leave a Reply!