Home আবহাওয়া বাড়ছে উদ্বেগ! ৫২ দিনে ৬ বার প্রবল উত্তপ্ত ভারত মহাসাগর

বাড়ছে উদ্বেগ! ৫২ দিনে ৬ বার প্রবল উত্তপ্ত ভারত মহাসাগর

by banganews

আধুনিকতার কারণে ক্রমশ বদলাচ্ছে পারিপার্শ্বিক পরিস্থিতি। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন জলবায়ু পরিবর্তন নিয়ে। তাতেও হুঁশ ফিরছে না মানুষের। এবার কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের তরফে যে তথ্য প্রকাশ করা হল, তা সত্যিই উদ্বেগের। গত বছর অর্থাৎ ২০২১ সালে ৬ বার তাপপ্রবাহ বয়েছে ভারত মহাসাগরে। মাত্র ৫২ দিনের মধ্যেই এই ৬ তাপপ্রবাহ দেখা গিয়েছে। পাশাপাশি, বঙ্গোপসাগরেরও ক্রমশ দুর্যোগ বাড়ছে বলে জানা গিয়েছে। রাজ্যসভায় এই তথ্য প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং।

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এ ভাবে সমুদ্রের তাপমাত্রা বেড়ে চলেছে। এর আগেও এমন পরপর তাপপ্রবাহের সাক্ষী থেকেছে ভারত। তবে গত চার বছরে এই পরিসংখ্যান সবথেকে বেশি বলে জানা গিয়েছে। তিনি আরও জানিয়েছেন, সামুদ্রিক তাপপ্রবাহের মাত্রা গত কয়েক বছরে চারগুন বেড়েছে। বঙ্গোপসাগরেই এই মাত্রা বেড়েছে অন্তত ২ থেকে ৩ গুন। ১৯৫১ থেকে ২০১৫-র মধ্যে সমুদ্রের উপরিভাগের তাপমাত্রা বেড়েছে ১ ডিগ্রি সেলসিয়াস। হিসেব বলছে, প্রতি এক দশকে তাপমাত্রা বাড়ছে ০.১৫ ডিগ্রি সেলসিয়াস। সাম্প্রতিক একটি সমীক্ষায় ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেটিরিওলজি দেখেছে, ১৯৮২ থেকে ২০১৮-র মধ্যে ভারত মহাসাগরে সামুদ্রিক তাপপ্রবাহের সংখ্যা ৬৬, আর বঙ্গোপসাগরে ৯৪।

 

আগামী মাসেই বছরের প্রথম সূর্যগ্রহণ, এই চার রাশির উন্নতি হবে প্রচুর

নানা কারণে উত্তপ্ত হয়ে ওঠে সমুদ্রের জল। খুব কম সময়ের মধ্যে যদি সমুদ্রের জল খুব বেশি উত্তপ্ত হয়ে ওঠে, তাহলে তাকে সামুদ্রিক তাপপ্রবাহ বলে চিহ্নিত করা হয়। পারিপার্শ্বিক পরিবেশে পরিবর্তনের ফলেই এই তাপপ্রবাহ দেখা যায়। এই তাপপ্রবাহের জেরে সমুদ্রের জলে থাকা প্রাণীদের ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে। পাশাপাশি, আবহাওয়াতেও প্রভাব পড়তে পারে।

You may also like

Leave a Reply!