Home বিনোদন আদিত্য নারায়ণ নেহা কক্করকে বললেন হিংসুটে,কিন্তু কেন?

আদিত্য নারায়ণ নেহা কক্করকে বললেন হিংসুটে,কিন্তু কেন?

by banganews

বঙ্গ নিউস, ২০ ডিসেম্বর, ২০২০ঃ ইন্ডিয়ান আইডল সিজন ১২ শুরু হয়ে গেছে ৷ নতুন সিজনের প্রোমো দেখে নিয়েছেন দর্শকরা৷ বিচারক এর ভূমিকায় রয়েছেন বিশাল দদলানি হিমেশ রেশমিয়া এবং নেহা কক্কর। যথারীতি এই শো এর সঞ্চালক আদিত্য নারায়ণ। এই শোতেই তিনি নেহাকে বললেন হিংসুটে৷

ভিডিও তে দেখা যাচ্ছে বিয়ের আগে যেভাবে দুজনে হাসি মজায় মেতে থাকতেন, একইভাবে বিয়ের পরেও নিজেদের মধ্যে মজা করছেন নেহা কক্কর এবং আদিত্য নারায়ণ৷ ভিডিওতে আদিত্য নারায়ণ নেহা কক্করকে বলেছে, ” ইনি সে, যাঁকে আমি আমার বিয়েতে নিমন্ত্রণ করেছিলাম কিন্তু উনি আমার খুশি নিজের চোখে দেখতে পারেননি, হিংসুটি নেহা কক্কর৷ ” বিয়েতে না আসায় নেহাকে হিংসুটে বললেন আদিত্য নারায়ণ৷

আরও পড়ুন কংগ্রেস ছেড়ে নতুন দল গড়েছিলেন মমতা, অন্যদলে নাম লেখাননি: সুব্রত মুখার্জি

এই কথা শুনে নেহা কক্কর, বিশাল দদলানি এবং হিমেশ রেশমিয়া হাসতে থাকেন ৷ পালটা নেহা প্রশ্ন ছোঁড়ে যেমন আমার বিয়েতে তুমি এলেই না, এসেছিলে কি? এর উত্তরে শাহরুখ খান এর DDLJ এর মত করে আদিত্য উত্তর দেন৷ অন্যদিকে হিমেশ রেশমিয়াকে আদিত্য মজা করে বলেন, শুনেছি আপনার প্রতিবেশীর বিয়েতে ( নেহা কক্করের বিয়েতে) অতিথিরা নিজেরা নিজেদের চিপস, বোঁদে, সিঙারা এনেছিল৷ এখন নতুন সিজনে এই হাসি মজার মধ্যে গান কতটা জমজমাট হয় সেটাই দেখার অপেক্ষায় সঙ্গীত প্রেমী মানুষ

You may also like

Leave a Reply!