Home কলকাতা বাজি নিয়ে হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট

বাজি নিয়ে হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট

by banganews

কলকাতা, ১১ নভেম্বর, ২০২০ঃ  বাজি পোড়ানো হলে কোভিড পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। এই মর্মে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানিতে হাইকোর্ট রায় দিয়েছিল এবছর দীপাবলীতে বাজি সম্পূর্ণ নিষিদ্ধ। কালীপুজো ও ছটপুজোতে কোনোভাবেই বাজি ফাটানো যাবে না।

আরও পড়ুন পুলিশকর্মীর মানবিক মুখ, আহত ভবঘুরেকে পাঠালেন হাসপাতালে

হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিল বাজি সংগঠনগুলি। কিন্তু কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে একই রায় বহাল রাখল সুপ্রিমকোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি ইন্দিরা ব্যানার্জির ডিভিশন বেঞ্চ সারা বাংলা আতসবাজি সংগঠনের দাবি খারিজ করে দেয়। তাঁদের বক্তব্য “উৎসব গুরত্বপূর্ণ তবে এই পরিস্থিতিতে জীবনরক্ষা হল অগ্রাধিকার। হাইকোর্ট স্থানীয় পরিস্থিতি জানে, তারা যে কালীপুজো, দীপাবলি, ছটপুজোয় সারা রাজ্যে বাজি ফাটানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা বহাল রাখল শীর্ষ আদালত”।

You may also like

Leave a Reply!