Home বিদেশ মসনদ গেল, ব্যবসাতেও ঘোর বিপদে ট্রাম্প

মসনদ গেল, ব্যবসাতেও ঘোর বিপদে ট্রাম্প

by banganews

বঙ্গ নিউস, ১১ নভেম্বর, ২০২০ঃ  ডোনাল্ড ট্রাম্পের সময়টা ভালো যাচ্ছে না একেবারেই। প্রেসিডেন্ট নির্বাচনে হার হল তাঁর। এখন আবার ট্যাক্স রেকর্ডগুলি থেকে তাঁর ব্যবসা সংক্রান্ত যে খবর পাওয়া যাচ্ছে, সেগুলোও সঙ্কটজনক। বেশ কয়েক বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে ট্রাম্পের ব্যবসার। মূলত করোনাজনিত বিভিন্ন বিধিনিষেধ এবং লকডাউনের কারণেই এই ক্ষতি। বিশ্বের অন্যান্য দেশে হোটেল ব্যবসায় মন্দা। সে সব দেশের সঙ্গে হোটেল নিয়ে চুক্তিও হচ্ছে না। ফলে নতুন প্রকল্প একেবারেই বন্ধ।

আরও পড়ুন এবার তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আওতায় অনলাইন মিডিয়াও

প্রেসিডেন্ট পদ খুইয়ে ট্রাম্প এখন তাঁর পারিবারিক ব্যবসায়ে ফিরবেন কিনা, তা অবশ্য স্পষ্ট নয়। যদিও ২০১৬ সালে প্রেসিডেন্ট হওয়ার সময় নিজের ব্যবসার অংশ বিক্রি করে দিতে রাজি হননি ট্রাম্প। অর্থাৎ, তাঁর অংশীদারিত্ব আছে এখনও। এবার তাঁর সংস্থা চাইছে, তিনি আবার ফিরে এসে ব্যবসার হাল ধরুন। ক্ষতি সামাল দিন।
তবে সত্যিই তা সামলাতে পারবেন কিনা, সে ব্যাপারে নিজে কিছুই জানাননি। তাঁর পরবর্তী পদক্ষেপ নিয়ে ট্রাম্পের মুখে কুলুপ।

You may also like

Leave a Reply!