Home কলকাতা চিন থেকে শহরে এল ড্রোন, চলছে তদন্ত

চিন থেকে শহরে এল ড্রোন, চলছে তদন্ত

by banganews

কলকাতা : দমদম বিমানবন্দরে চিনা ড্রোন ঘিরে চাঞ্চল্য। কী উদ্দেশ্যে এই অধিক ক্ষমতা সম্পন্ন ৪টি ড্রোন কলকাতায় আনা হচ্ছিল তা নিয়ে চলছে তদন্ত।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিদেশ থেকে ড্রোনগুলি আমদানি করেছিল মেটিয়াবুরুজের একটি সংস্থা। তাদের কাছে প্রতিরক্ষা মন্ত্রকের লাইসেন্সের নথিও পাওয়া গিয়েছে। তবে এক্ষেত্রে শুধু প্রতিরক্ষা মন্ত্রক নয়, অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের লাইসেন্সও প্রয়োজন। সংস্থাটির কাছে সেই লাইসেন্স মেলেনি।

আরও পড়ুন সিজ হল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর ভারতের সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট

দমদম বিমানবন্দর সূত্রে খবর, গত সপ্তাহে বিদেশ থেকে আসা ওই ড্রোনগুলি প্রথম শুল্ক দফতরের নজরে আসে। সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় IB তে।
জানা গিয়েছে, মেটিয়াবুরুজের একটি অফিসে সরবরাহ করার জন্য ড্রোনগুলি আনা হয়। উচ্চপ্রযুক্তি সম্পন্ন ফরাসি সংস্থার তৈরি যন্ত্রাংশ প্রথমে চিনে নিয়ে যাওয়া হয়। সেখানে যন্ত্রাংশ জোড়া লাগানোর পরই ড্রোনগুলি দমদম বিমানবন্দরে আনা হয়।

You may also like

Leave a Reply!