Home বঙ্গ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্যের জন্য ক্ষমা চাক বিজেপি, দাবি অধীর চৌধুরীর

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্যের জন্য ক্ষমা চাক বিজেপি, দাবি অধীর চৌধুরীর

by banganews

বঙ্গ নিউস, ২৯ সেপ্টেম্বর, ২০২০ঃ  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।  রাজ্য প্রশাসনের শীর্ষনেত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায় বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার বিরুদ্ধে সরব হলেন অধীর চৌধুরী৷ তাঁর সাফ বক্তব্য, “বিজেপিকে এর জন্য ক্ষমা চাইতে হবে। বাংলায় এসব চলবে না।”

আরও পড়ুন দীপিকাদের নিয়ে অবশেষে সিদ্ধান্তে এনসিবি

গত রবিবার বারুইপুরে দলীয় সভায় যোগ দিয়েছিলেন বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। সভায় অনুপম হাজরাকে করোনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ”করোনা হলে প্রথমেই মমতাকে জড়িয়ে ধরব।” অনুপম হাজরার এই মন্তব্যে তীব্র সমালোচনার ঝড় ওঠে৷

এই বিতর্কে মমতার পাশে দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী৷ অধীর চৌধুরী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর নিজেরও অভিযোগ রয়েছে৷ কিন্তু অভিযোগ জানানোর জন্য কোনও অশালীন মন্তব্য করার অধিকার কারওর নেই। এধরনের অশালীন আক্রমণ করা বাংলা ও দেশের সংস্কৃতির অপমান বলে মনে করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

You may also like

Leave a Reply!