Home আবহাওয়া দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত এবং উত্তরবঙ্গে ভারি বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত এবং উত্তরবঙ্গে ভারি বৃষ্টির পূর্বাভাস

by banganews

ভাদ্রের আকাশে অনবরত চলছে মেঘ-রোদের লুকোচুরি খেলা। সকাল থেকে রোদের ঝিলিক দেখা দিলেও দুপুরের দিকে বৃষ্টিই আজকাল আবহাওয়ার রোজনামচা হয়ে দাঁড়িয়েছে। আজও দক্ষিণবঙ্গে কোথাও কোথাও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। গোটা সেপ্টেম্বর জুড়েই কম বেশি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর৷

আরও পড়ুন জামিন খারিজ, বিচারবিভাগীয় হেপাজতে রিয়া

উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে প্রবল বৃষ্টি হতে পারে৷

আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ৷

এবছর তুলনামূলক বৃষ্টির পরিমাণ অনেক বেশি। অতিবৃষ্টির ফলে এখনও বেশ কিছু এলাকায় জল জমে রয়েছে। বিগত বেশ কয়েকদিন ধরে কম বেশি বৃষ্টি হচ্ছে৷

You may also like

Leave a Reply!