Home বঙ্গ পুলিশ এবং বিভিন্ন পদের সরকারি কর্মীদের বাড়ছে বেতন, মিলবে বোনাসও

পুলিশ এবং বিভিন্ন পদের সরকারি কর্মীদের বাড়ছে বেতন, মিলবে বোনাসও

by banganews

বঙ্গ নিউস, ৯ সেপ্টেম্বর, ২০২০ঃ  পুলিশ দিবসে রাজ্যের পুলিশকর্মীদের বেতন বৃদ্ধি হল৷ বেশ কিছু সুবিধা দেওয়ার কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন পদের সরকারি কর্মীদেরও বেতন বৃদ্ধি, ছুটি বৃদ্ধি ও বোনাসের কথা এদিন ঘোষণা করেন তিনি। কোভিড পরিস্থিতিতে রাজ্যের পুলিশকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন, তাঁদের সম্মান জানাতে চলতি বছর থেকে পুলিশ দিবস পালনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতোই মঙ্গলবার নবান্নের সভাঘরে পুলিশ দিবস পালিত হয়৷

আরও পড়ুন দুর্গাপূজা নিয়ে মিথ্যে খবর ছড়াচ্ছে যারা তাদের কান ধরে ওঠবস করাতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

পুলিশ দিবসের অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের পুলিশকর্মী, সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, গ্রামীণ পুলিশ, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, আশাকর্মী এবং অক্সিলিয়ারি ফায়ার অপারেটরদের বেতন বৃদ্ধি করা হবে। ২ হাজার টাকা করে পুজোর বোনাসও দেওয়া হবে। এই কর্মীরা অবসর গ্রহণের সময় তিন লক্ষ টাকা অবসর ভাতা পাবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন দৈনিক ৪৮০ টাকা করে বেতন পেতেন হোমগার্ডরা, এবার থেকে দৈনিক ৫৪৮ টাকা করে পাবেন। তাঁদের মাসিক বেতন বাড়ল ২০৪০ টাকা। একইভাবে বেতন বেড়েছে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদেরও।

জঙ্গলমহলের সব জুনিয়র কনস্টেবলকে কনস্টেবল পদে উন্নীত করা হবে, কনস্টেবলরা যা যা সুবিধা পান এরপর থেকে এই জুনিয়র কনস্টেবলরাও সেইসব সমস্ত সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম মেদিনীপুরের ২৪টি ব্লকের ৫৫০০ জুনিয়র কনস্টেবলের পদোন্নতির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

আরও পড়ুন কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ব্লকে ব্লকে তৃণমূলের প্রতিবাদ মিছিল

পুলিশকর্মীরা যেভাবে কোভিড যোদ্ধার কাজ করেছেন ও করছেন, রক্তদান করেছেন, প্লাজমা দান করেছেন তার জন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পুলিশের ভালো কাজের জন্যই কলকাতা সারা দেশের মধ্যে সেফেস্ট শহর। এমনটাই বলেন মুখ্যমন্ত্রী৷

You may also like

Leave a Reply!