Home কলকাতা সেফ হাউস-এ পরিণত হল নিকোপার্ক

সেফ হাউস-এ পরিণত হল নিকোপার্ক

by banganews
করোনার কলকাতায় এবার ‘সেফ হাউস’-এ পরিণত হল নিকোপার্ক। মারণ করোনা ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে প্রথম পর্বের লকডাউনের সময়ই বন্ধ করে দেওয়া হয় পার্ক। বিপুল অঙ্কের ক্ষতির মুখে পড়েন নিকোপার্ক কর্তৃপক্ষ।
তবে এমন সংকটজনক পরিস্থিতিতে রাজ্য সরকারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তাঁরা। করোনা মোকাবিলার জন্য পার্কের রয়্যাল কোর্টইয়ার্ড হলটি প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। বিধাননগর পুরনিগমের উদ্যোগে নিকোপার্কের সেই অংশটিই পরিণত হল ‘সেফ হাউস’-এ।
ইতিমধ্যেই করোনা আক্রান্তদের চিকিৎসায় পুরনিগম সেখানে ৬০টি বেডের ব্যবস্থা করেছে। শুরু হয়েছে পরিষেবা দেওয়ার কাজটিও। ইতিমধ্যেই সেখানে ১০ জনের বেশি মানুষ রয়েছেন। বিধানগর এলাকায় যে সমস্ত পরিবারগুলি ছোট ঘরে বসবাস করে, যাদের সামান্য উপসর্গ দেখা দিলে হোম কোয়ারেন্টাইনে থাকাটা অসম্ভব, এমন পরিবারের সদস্যদেরই এখানে রাখা হচ্ছে।
উল্লেখ্য, ভিনরাজ্য থেকে যখন পরিযায়ী শ্রমিকরা এ রাজ্যে ফিরেছিলেন, তখনই রাজ্য সরকারের সুবিধার্থে ৮০০০ বর্গফুটের ওই হলটি ছেড়ে দিয়েছিল নিকো পার্ক কর্তৃপক্ষ। তখনই তা পরিণত হয়েছিল কোয়ারেন্টাইন সেন্টারে। এবার সেটিই বদলে গিয়েছে ‘সেফ হাউস’-এ।

You may also like

Leave a Reply!