Home কলকাতা বাজি রুখতে অটো ও ড্রোনের সাহায্যে নজরদারি পুলিশের

বাজি রুখতে অটো ও ড্রোনের সাহায্যে নজরদারি পুলিশের

by banganews

কলকাতা, ১৪ নভেম্বর, ২০২০ঃ এবছর দীপাবলী হবে বাজিবিহীন, হাইকোর্ট থেকে সুপ্রিমকোর্ট এই নির্দেশ দিয়েছে। এরপরেও শহরের বিভিন্ন জায়গায় বাজি বিক্রির খবর পাওয়া গেছে। ইতিমধ্যেই কলকাতায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবার বাজি রুখতে অভিনব পথ বেছে নিল পুলিশ প্রশাসন। অটো করে বাজিবহুল এলাকা পরিদর্শন করবে কলকাতা পুলিশ। এর জন্য মোট ১২৫ টি অটো ভাড়া করা হয়েছে।

আরও পড়ুন দীপাবলিতে প্রদীপ জ্বালিয়ে গিনেস বুকে নাম তুলল অযোধ্যার রাম মন্দির

এছাড়াও শহরের অলি গলিতে বাইক নিয়ে অভিযান চালাবে পুলিশ। যাতে কোথাও বাজি বিক্রি না হয়, আর হাইকোর্টের নির্দেশ অমান্য করে যাতে কেউ বাজি না ফাটায় সেদিকে কড়া নজর রাখছে পুলিশ। পুলিশের নজরে রয়েছে বেশ কয়েকটি আবাসন। এছাড়াও গত বছরে যে জায়গাগুলিতে সবচেয়ে বেশী বাজি ফেটেছিল সেই জায়গাগুলি আলাদা করে শনাক্ত করে বিশেষ নজর দেবে পুলিশ। সন্দেহজনক জায়গাগুলিতে নজরদারি চালানোর জন্য ড্রোনের ব্যবস্থা করা হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় রয়েছে নাকা চেকিং। হাইকোর্টের নির্দেশ অমান্য করে বাজি পোড়াতে দেখা গেলে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নগরপাল। এই মর্মে ইতিমধ্যেই সমস্ত থানার ওসি ও ডিসিদের সঙ্গে বৈঠক করেছেন কলকাতা পুলিস কমিশনার অনুজ শর্মা।

You may also like

Leave a Reply!