Home দেশ মেয়ের অন্নপ্রাশন দেখা হল না, শহীদ সুবোধের জন্য কাঁদছে গোটা গ্রাম

মেয়ের অন্নপ্রাশন দেখা হল না, শহীদ সুবোধের জন্য কাঁদছে গোটা গ্রাম

by banganews

তেহট্ট, ১৪ নভেম্বর, ২০২০ঃ বৃহস্পতিবার ফোন করে বলেছিলেন ডিসেম্বরে ছুটিতে বাড়ি আসবেন, বাড়ি আসছেন কিন্তু কফিনবন্দী হয়ে। শুক্রবার ভারত পাক সীমান্তে গুলির লড়াইয়ে শহীদ হয়েছেন বাংলার বীর সেনা সুবোধ ঘোষ। দিপাবলীর আলোর মাঝে নদীয়ার তেহট্টের রঘুনাথপুরে অন্ধকারের ছায়া। গতকাল দুপুরে সেনা জওয়ান সুবোধের স্ত্রী অনিন্দিতার কাছে ফোন আসে, তখনই জানানো হয় সুবোধ আর নেই। মুহুর্তের মধ্যে মাথায় আকাশ ভেঙে পরে অনিন্দিতার। পাশে ঘুমিয়ে একরত্তি মেয়ে। কান্নায় ভেঙে পড়েন তিনি। মা বাসন্তী দেবী ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছে। বাবাও কথা বলার অবস্থায় নেই।

আরও পড়ুন মাল্টিঅর্গান ফেলিওর সৌমিত্র চট্টোপাধ্যায়ের, চিকিৎসকদের নিয়ন্ত্রণের বাইরে

একমাত্র রোজগেরে ছেলেকে হারিয়ে বাকশক্তি হারিয়েছেন তিনি। ডিসেম্বরে ছুটিতে বাড়ি আসার কথা ছিল, যদিও আগেই গ্রামের বাড়িতে ফিরছেন সুবোধ তবে কফিনবন্দী হয়ে। মেয়ের অন্নপ্রাশনও দেখা হল না। বাড়ির কাজও অসম্পূর্ণ রয়েছে। রঘুনাথপুরেই কেটেছে সুবোধের ছোটবেলা। সেখানকার মানুষজন এখনও বিশ্বাস করতে পারছেন না এমন একটা দীপাবলী আসবে। গ্রামবাসীরা জানিয়েছে এবার পুজো হবে না, আসবে না ঠাকুর, বাজনাও বাজবে না। গ্রামের বীর ছেলেকে শেষবারের মত চোখের জলে বিদায় জানাতে তৈরি গোটা রঘুনাথপুর।

You may also like

Leave a Reply!