Home আবহাওয়া আছড়ে পড়ল ঘূর্ণিঝড় নিভার, দেখে নিন আবহাওয়া আপডেট

আছড়ে পড়ল ঘূর্ণিঝড় নিভার, দেখে নিন আবহাওয়া আপডেট

by banganews

বঙ্গ নিউস, ২৬ নভেম্বর, ২০২০ঃ গতকাল গভীর রাতে শক্তিশালী হয়ে স্থলভাগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় নিভার। আবহাওয়া দপ্তর সূত্রে খবর পুদুচেরির কাছাকাছি উপকূলবর্তী এলাকায় রাত ২টো ৩০ মিনিট নাগাদ ভয়ঙ্কর আকার ধারন করে নিভার। আমফানের মতই ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বুধবার থেকেই তামিলনাড়ুর বিভিন্ন প্রান্তে, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে শুরু হয় প্রবল বৃষ্টিপাত, রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঝড় শুরু হয়, মধ্যরাতে তা ভয়াবহ রূপ নেয়। বেশ কিছু এলাকা এখনও জলমগ্ন রয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অনেককেই। প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা টিম।

আরও পড়ুন বনধ -এ রাজ্যকে সচল রাখতে তৎপর প্রশাসন

এদিকে কলকাতা শহরের তাপমাত্রা কালকের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়েছে। মাঝে কয়েকদিন ঠান্ডার দাপট থাকলেও আজ কিছুটা বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা, তবে শীতের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

You may also like

Leave a Reply!